kalchitro
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ ৯ ডিসেম্বর


কালচিত্র | কালচিত্র প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০২:২৮ এএম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ ৯ ডিসেম্বর

৯ ডিসেম্বর (বুধবার) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এদিন বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণে স্টেডিয়ামের ২নং গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২২ নভেম্বর) এ তথ্য জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও এখনও তারা সেখানে সমাবেশ করার অনুমতি পায়নি। এরই মধ্যে ৯ ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আগামী ৮ ও ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের গঠনতান্ত্রিক অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
 

Side banner