চেন্নাই: কেন যাই কী পাই
চেন্নাই: কেন যাই কী পাই
ড. শ্যামল কান্তি দত্ত
ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহর। ভারতীয় উপমহাদেশে চিকিৎসা নগরী হিসেবে পরিচিত। এখানকার খ্রিস্টান মিশনারী হাসপাতাল (সিএমসি) এবং অ্যাপোলো হাসপাতাল চিকিৎসার জন্য খ্যাতি অর্জন করেছে। তবে একথাও সত্যি তামিল অধ্যুষিত হাসপাতাল দুটিতে শতকরা নব্বই ভাগ রোগী বাঙালি। আবার বাঙলি রোগীর শতকরা নব্বই ভাগই বাংলাদেশী।