মশার আদর
মাসুম খান
মশার আদরে বালিশ চাদরে
লেগে আছে কত যে রক্ত।।
তাড়া দিয়ে তারে নাড়াতে পারি না
থাপড়ে মারাও কত শক্ত।।
মশারি টানিয়ে আঁচল গুঁজে দিয়ে
বিছানা করি কত পোক্ত।।
তবু দুচারটা ডুকে পরে সেথা
আমি পারি না হতে মশা মুক্ত।।
কোন রাতে কখন কবে
পারেনি মাসুম রাতে
নিরিবিলি সুপ্ত।।
হায় হায় মশার ভরে
ছুটে পালাই বনে
হতে বাঘের দলে যুক্ত।।
আন্দরকিল্লা ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
আপনার মতামত লিখুন :