আরাধনা
মাসুম খান
আরাধনায় বসবো বলে
খুঁজি আমি জায়নামাজ।।
হারিয়ে গেছে কখন সেটা
পাইনি খুঁজে তারে আজ।।
সে কী আমায় ভুলে গেল
যাঁর তরে এই রাতটা আজ।।
ভুল করে কী ভুলে গেলাম
কোথায় আমার জায়নামাজ।।
সত্য তিনি, তিনিই জানেন
কোন দোষে আমি করছি লাজ।।
পায় না মাসুম ভেবে কিছু
জায়নামাজে কিসের কাজ।।
ভুবন যিনি করেছে সৃজন
তাঁর ভুবনেই ডাকি আজ।।
ধুলোর পরে মাথা ঠুকে
ডাকবো শুধু তাঁরেই আজ।।
নন্দনকানন ১২ নভেম্বর, ২০২৩
আপনার মতামত লিখুন :