এস এম সাব্বির
এসো শারদিনী
কোথায় রাখিবে চরণ অসুর বিনাশীনি
কোথায় রাখিবে রথ হে মম নারায়নী।
চিত্ত সত্য হারা কোথায় লইবে ঠাঁই,
কোথায় পাইবে প্রেম তেমন হৃদয় নাই।
কোথায় পুজিবো তব কোথায় সঁপিবো ফুল
ধরার লাগাম হাতে শাষিছে অসুরকুল।
ভূ, ব্যোম, স্বর্গময়ী হে মম কত্যায়নী,
কোথায় তোমারে রাখি বলো মা দাক্ষায়নী।
মানুষ মানুষ হানে অসুর দেখিছে তায়,
অধম অজ্ঞ নরে জাতের মাংস খায়।
দেখিয়া অট্টহাসে অসুর লঙ্কাপতি,
শিবের দুলাল সব হারায়ে খুঁজিছে মতি।
তোমারে কি অর্ঘ্য দেই নিজের শুন্য হাত,
যদি মা সদয় হও দেখাও নতুন প্রাত।
ছাড়িয়া মোহন রূপ এসো হে সহস্রভূজা,
রুদ্র সিংহধারী ব্যাঘ্রবাহী অদ্রিজা।
প্রবল প্রমত্তা রূপে এসো হে নষ্টনাশী,
মহিষাসুর বধিনী মহাকালী আগ্রাসী।
এসো মা পুত্র ডাকে প্রবল আর্তনাদে,
এসো হে শাস্ত্রবাহী শ্বাপদ, অসুর বধে।
এসো হে জগত্তারিনী চণ্ডিকা, শিবজায়া,
খোদার আরশ হতে সাজিয়া খোদার ছায়া।
--
উৎসর্গ- মা
আপনার মতামত লিখুন :