সুগন্ধি তামাক
মাসুম খান
আমার হাতে কালো রঙের
কুচকুচে কালো একটা পাইপ থাকবে
সুগন্ধি তামাকে ভরা,
ধুঁয়ায় গন্ধ দেবে
মোহন বাঁশি বেজে উঠবে আমার বাণীতে।
আলমারিতে রাখা সব জামা-জুতো
সব দাঁড়িয়ে যাবে সারিবদ্ধ
জুথের হাতি স্থান-চূত হবে
দেখবে প্রেমের হাত ধরে পলায়নপর যুবক
বন থেকে ফিরে এসেছে
আরেক হাতে রাইফেল ধরে।
তরী ফেলেছে নোঙর!
মৌলিক অধিকার
ছড়াবে কী কাকের দল?
অধিকার আদায় করে নিতে হয়।
আপনার মতামত লিখুন :