অভিমান
মাসুম খান
ভালোবাসা থাকুক বেঁচে প্রেম
না হয় আর করবো না।।
যখন তখন যা খুশি তা
আমায় তাই আর বলবে না।।
একটু বেশি চাইছি কাছে
তাই তুমি আর আসলে না।।
ভালোবেসে থাকলে দূরে
প্রেমটুকু আর চাইলে না।।
বলছে মাসুম যাও কেঁদে আজ
একটু সোহাগ সইলে না।।
আসবে রাতে ঘুম ঘোরে আজ
চোখ খুলে আর দেখবে না।।
আপনার মতামত লিখুন :