দীপশিখা
দীপশিখা
মিজানুর রঙহমান মিজু
রাতের বাস বা ট্রেন জার্নিতে অদ্ভুত এক অনুভূতি হয় মনে। শৈশবের একরাশ স্মৃতি এসে মনকে আচ্ছন্ন করে দেয়। খেলার সাথী, সহপাঠী, বন্ধুবান্ধব --- সবার ছবি সেলুলয়েডের ফিতার মতো একের পর এক চোখের সামনে ভেসে ওঠে। জানালা দিয়ে বাইরে তাকাই। অন্ধকার, সুষুপ্তিমগ্ন পৃথিবী। দূরে কোনো গৃহস্থঘরে মিটিমিট করে আলো