ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে এখনও চলছে অভিযান।
মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছেন ১৫১ জন।
সোমবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে দ্বীপটিতে এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় ২২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন ৫৮ হাজারেরও বেশি মানুষ।
জাভার একটি পর্বতবেষ্টিত অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট ভূমিধ্বসে পশ্চিমের সিয়ানজুর শহরের বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে।
হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর বলে জানিয়েছে জাতীয় উদ্ধারকারী সংস্থা।
মাটির মাত্র ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে। থেমে থেমে বেশ কয়েকবার ভূমিকম্প হওয়ায় বহু দুর্বল ঘরবাড়ি ধসে পড়ে।
মঙ্গলবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :