ভাঙ্গা ব্রিজ (২০১২), ছবি: লেখক
ভাঙ্গা ব্রিজ সমগ্র ঝিনাইদহ জেলার অন্যতম পুরানো সেতু। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি ইউনিয়নের বারমাইল বাজারের সামান্য উত্তর-পশ্চিম পাশে অবস্থিত। চুন-সুরকী ও পোড়ানো ইট দ্বারা নির্মিত সেতুটি পরিত্যক্ত অবস্থায় টিকে আছে।
সেতুটির নির্মাতা বা নির্মান তারিখ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। তবে গঠণশৈলী এবং এর নির্মাণে ব্যবহৃত উপাদান বিশ্লেষণ করে বলা যায় যে সেতুটি বৃটিশ আমলে নির্মিত হয়েছিল। সেতুটি দোয়ারপাড় ব্রীজ নামেও পরিচিত। ব্রিজটি স্প্যান ১৫ ফুট প্রশস্ত এবং পাশের গার্ডারসহ ৪১ ফুট দীর্ঘ এবং এর নালা ভিতরের দিকে ১০.৫ ফুট প্রশস্ত। এখানে কাঠের পাটাতন ছিল যা ভেঙ্গে পড়েছে এবং সেখানে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এখানকার মাটির রাস্তাটি পরিত্যক্ত হলেও এটা যে একসময় যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল তাতে সন্দেহ নেই।
২০১২ সালে এই ব্রিজ পরিদর্শন করেছিলাম।
বর্তমানে এর কী অবস্থা হয়েছে তা সঠিক করে বলা যায় না। সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ব্রিজটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করতে পারে। তাহলে এই ঐতিহ্যটি রক্ষা পাবে। এটা এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রক্ষা করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :