kalchitro
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আজ জীবন খুঁজে পাবি


কালচিত্র | মিজানুর রহমান মিজু প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৭:৩৩ পিএম আজ জীবন খুঁজে পাবি

আজ জীবন খুঁজে পাবি

মিজানুর রহমান মিজু

 

সমুদ্রদেবীর স্পর্শ আর পর্বতমুনির আশীর্বাদ না পেলে জীবন কী আর জীবন থাকে? ---সে তো হয়ে ওঠে ঊষর -ধূসর মরুভূমির তপ্ত বালুকণা-রাশি, মৃত্যুছোঁয়া প্রাণ! পাহাড়ে দাঁড়িয়ে আকাশ দেখো--- প্রার্থনার পেলবতা পাবে, উচ্চতার আস্বাদ পাবে। সমুদ্রতীরে দাঁড়িয়ে আকাশ দেখো--- বিশালতা পাবে, বিস্তৃতি পাবে, সাগরের গুঞ্জনে হৃদয়বীণায় পাবে ছন্দ ও সুর। সকালের সমুদ্র তোমায় জীবন শেখাবে, গোধূলির সমুদ্র তোমায় দাঁড় করিয়ে দেবে মহাকালের মহাসত্যের মুখোমুখি। রাতের সমুদ্র-নির্ঘোষে শুনতে পাবে দূরাগত বিরহের সুর! আলোকোজ্জ্বল দিনের পর্বত তোমাকে মহামহিমের ‍‍`আলাপ‍‍` শোনাবে, গভীর রাতে ধ্যানভঙ্গ হলে গম্ভীর কণ্ঠে শোনাবে গুরুর কীর্তন! সমুদ্র থেকে নেবে জীবন, পর্বত থেকে বাঁচার মন্ত্র। আমার স্বপ্নগুলো তাই সমুদ্রের উত্তাল তরঙ্গমালা হোক, পর্বতের উত্যুঙ্গ শীর্ষ ছাড়িয়ে আমার বলাকা-মন ভেসে যাক অনন্ত আকাশে!

Side banner