আজ জীবন খুঁজে পাবি
আজ জীবন খুঁজে পাবি
মিজানুর রহমান মিজু
সমুদ্রদেবীর স্পর্শ আর পর্বতমুনির আশীর্বাদ না পেলে জীবন কী আর জীবন থাকে? ---সে তো হয়ে ওঠে ঊষর -ধূসর মরুভূমির তপ্ত বালুকণা-রাশি, মৃত্যুছোঁয়া প্রাণ! পাহাড়ে দাঁড়িয়ে আকাশ দেখো--- প্রার্থনার পেলবতা পাবে, উচ্চতার আস্বাদ পাবে। সমুদ্রতীরে দাঁড়িয়ে আকাশ দেখো--- বিশালতা পাবে, বিস্তৃতি পাবে, সাগরের গুঞ্জনে হৃদয়বীণায় পাবে