যে চেতনার উপরে বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ প্রতিষ্ঠিত, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অবশ্যই সেই চেতনা ধারণ করতে হবে। বর্তমান বাস্তবতায় শিক্ষার বহুমুখী বিকাশের বিকল্প নেই কিন্তু উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার গতিমুখ একটিই হতে হবে, যেখানে বিজ্ঞান এবং বাঙালির সমাজ, সংস্কৃতি, ভাষা ও সাহিত্যের স্বাতন্ত্র্য-গৌরব অর্থাৎ বাঙালির জাতিত্ত্বার মৌলিক উপাদানগুলো প্রাধান্য পাবে। সকল ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সেইসঙ্গে প্রত্যেকটি ক্ষুদ্র জাতিগত ঐতিহ্য সুরক্ষিত ও প্রতিষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :